Tamal Hadiul – Neel Lyrics

Neel Lyrics

Tamal Hadiul
তুমি আঁকছ কেন
সেই রঙ্গিন ছবি
কেন দেখছো দূরের ঐ আকাশ।
তুমি হাঁটছো কেন
একা একলা পথে
তবু পথটার একাই বসবাস।

স্বপ্ন দেখার সেই প্রিয় দিন
আজও রঙ্গিন অমলিন আরও নীল
দূরের আকাশ মেলছে ডানা শুভ্র গাঙ্গচিল।
ও ও ওহ..
বৃষ্টির ফোঁটায় আঁকাছি ছবি
সেই ধূসর কবিতার আমি অন্ধ কবি
ভোরের আলোয় কবিতারা সব ছন্দে মাতাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pop New Lyrics

Recent Comments