Tamal Hadiul – Tumio Bishakto Lyrics

Tumio Bishakto Lyrics

Tamal Hadiul
1
এই বুঝি ডাকলো যে বাজ
দেখো মেঘেরই বারান্দাতে করেছি বিরাজ।
খুঁজোনা আমাকে পাশে আর
হারানোর সময়ে ভাবনি একবার।
প্রাক্তন হয়ে গেছি আজ
জানি ফিরে পেতে চাও আমাকে পাচ্ছ যে লাজ।
তোমার ধার’ ধারি না আর।
যা পারো তা করো, কি যায় আসে আমার!

অতিরিক্ত নেশার বিষ
মায়াতে, জড়ানো, স্মৃতিতে তুমি খুঁজে দেখো

তুমিও বিষাক্ত, মেরেছো আমাকে।
দিতে জানি না অভিশাপ ক্ষমার অযোগ্যে।
ভেবেছকি আমিও, তোমার মতই সুখি?
বেঁচেকি আছি আমি, নাকি বহু আগেই
মরে গেছি।

2
আজও মনে পড়ে সে কথা
দেয়ালে গা হেলিয়ে ধোঁয়াটে চোখে দেখা।
কোথায় আছো যে, কে তা জানে?
আজও তোমাকে জড়িয়ে ধরি স্বপ্নে গোপনে।
বোকা আমি আজও তাই একা
তোমার মত হলে তো সুখি হওয়া সোজা।
কাল্পনিক, আমি তা জানি
তুমি আয়নাতে চেয়ে দেখো বোকা কত খানি।

বৃষ্টির আগে ঠান্ডা বাতাস
বলে দেয়, সে কথায়, আমাকে অসহায় করে-

তুমিও বিষাক্ত, মেরেছো আমাকে।
দিতে জানি না অভিশাপ ক্ষমার অযোগ্যে।
ভেবেছকি আমিও, তোমার মতই সুখি?
বেঁচেকি আছি আমি, নাকি বহু আগেই
মরে গেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pop New Lyrics

Recent Comments